মালদা

কারখানা বন্ধের প্রায় দেড় বছর পর নিজেদের প্রাপ্য টাকা পেল শ্রমিকরা

কারখানা বন্ধের প্রায় দেড় বছর পর নিজেদের প্রাপ্য টাকা পেল শ্রমিকরা। শ্রমিকদের প্রাপ্য বকেয়া মিটিয়ে দিল সারদা সিরিয়ালস প্রাইভেট লিমিটেড সংস্থা। বৃহস্পতিবার ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায়ের মধ্যস্থতায় মালিকগোষ্ঠী, শ্রমিকবৃন্দ বিষয়টি নিয়ে ঐক্যমত্যে পৌঁছান। সোমনাথবাবু জানান, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বন্ধ হয়ে গিয়েছিল ওই আটা তৈরির কারখানা। মূলতঃ অর্থনৈতিক কারণেই মিল বন্ধ করে দেন মালিকপক্ষ।এক সাথে প্রায় ৪৩জন শ্রমিককে এক সাথে কাজ হারাতে হয়। এরপর পাওনা টাকা না পেয়ে আন্দোলনে নামেন শ্রমিকরাও। শেষ পর্যন্ত এদিন সকালে ত্রিপাক্ষিক বৈঠকে মেলে সমাধান সূত্র। সোমনাথ রায় বলেন, মালিকগোষ্ঠী এদিন শ্রমিকদের প্রাপ্য মোট ৩৩ লক্ষ টাকা চেকের মাধ্যমে মিটিয়ে দিয়েছেন। এছাড়াও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে পরে মিল খুললে পুরনো শ্রমিকরা কাজ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সমস্যা মেটায় রাজ্য সরকারের শ্রম দপ্তর এবং মালিকগোষ্ঠীকে ধন্যবাদ জানান শ্রমিক নেতা কাজী নজরুল ইসলাম।